Bengali Rules of Competition
প্রতিযোগিতার নিয়মাবলি
নিউ ইয়র্ক রোড রানার্স (New York Road Runners “NYRR”)-এর ইভেন্টগুলো যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড (USA Track & Field “USATF”)-এর নিয়ম ও নীতি অনুসারে আয়োজিত ও পরিচালিত হয়ে থাকে। অংশগ্রহণকারীদের অবশ্যই সকল প্রযোজ্য সিটি, স্টেট ও ফেডারেল আইনসমূহ (নিউ ইয়র্ক সিটির পার্ক ও বিনোদন সম্পর্কিত আইন-কানুন ও নিয়মাবলিসহ) মেনে চলতে হবে।
নিরাপত্তা
ইভেন্টের কর্মকর্তা: সকল প্রতিযোগীকে অবশ্যই NYRR কর্মী এবং/অথবা স্বেচ্ছাসেবীসহ সকল ইভেন্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে। যদি ইভেন্ট অফিশিয়াল, মেডিকেল কর্মী, অথবা অগ্নিনির্বাপক ও পুলিশ কর্মকর্তাসহ কোনো সরকারী কর্মী কোনো প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন তাহলে সেই প্রতিযোগী তা মানতে বাধ্য থাকবেন।
খেলোয়াড়সুলভ আচরণ: কোন প্রতিযোগী অখেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শন করলে বা ইভেন্টের কর্মকর্তা, NYRR কর্মী, এবং/অথবা স্বেচ্ছাসেবীদের সাথে অশোভন আচরণ করলে বা অশোভন ভাষা ব্যবহার করলে তাকে প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে ঘোষণা করা হতে পারে। অখেলোয়াড়সুলভ আচরণে অন্যান্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইভেন্টের আবেদনপত্রে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা৷
প্রতিযোগীদের এন্ট্রি ও রেস নম্বর (বিব)
ইভেন্টের জন্য আবেদন: ইভেন্টের জন্য আবেদন করার সময় সব প্রতিযোগীকে অবশ্যই বয়স, জেন্ডার, ও যোগাযোগের জরুরি তথ্যসহ অন্যান্য বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে হবে। ইভেন্ট শুরু হওয়ার পরে কোন প্রতিযোগী টিম অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে কোন পরিবর্তন করতে বা নতুন করে যোগ করতে পারবে না। ক্লাবের দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নিয়মাবলি NYRR-এর ওয়েবসাইটে পাওয়া যাবে: https://www.nyrr.org/charities-clubs-and-community/local-clubs/guidelines-for-clubs.
রেস নম্বর/বিব: অংশগ্রহণকারী হিসেবে আপনার আনুষ্ঠানিক বিব, যেটিতে আপনার রেস নম্বর প্রদর্শিত হয়ে থাকে, সেটি সব সময় সম্পূর্ণভাবে দৃষ্টির আওতায় থাকতে হবে এবং আপনার সবচেয়ে বাইরের জামার সামনের দিকে লাগানো থাকতে হবে। সময় পরিমাপক যন্ত্র (বি-ট্যাগ) আপনার বিবের পেছনে লাগানো থাকে। সময়ের সঠিক পরিমাপের বিষয়টি নিশ্চিত করার জন্য বিবটি বাঁকাবেন না বা সেটিতে ভাঁজ ফেলবেন না অথবা জ্যাকেট, রানার বেল্ট, পানির বোতল বা অন্য কোন কিছু দিয়ে সেটি ঢাকবেন না। যে সব প্রতিযোগীর বিব অংশগ্রহণকালীন সময়ে সঠিকভাবে লাগানো থাকবে না বা সামনে থাকবে না, তাদের দৌড় শেষ করার সময় ও স্প্লিট-টাইম রেকর্ড করা নাও হতে পারে, তাদেরকে ফলাফলের তালিকায় অন্তর্ভুক্ত করা নাও হতে পারে, এবং/অথবা দৌড় প্রতিযোগিতা শেষ করার জন্য প্রাপ্য ক্রেডিট তারা নাও পেতে পারেন। রেসের মাঠে আপনার বিবটি হারিয়ে গেলে, দয়া করে দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই একজন ইভেন্ট কর্মকর্তাকে তা জানাবেন। আপনার দৌড় প্রতিযোগিতা শুরুর সময় রেকর্ড করা হয়েছে এবং আপনি দৌড় প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তা নিশ্চিত হওয়ার পরে রেসের জন্য ক্রেডিট দেয়া হতে পারে।
হস্তান্তর করা নিষিদ্ধ: কোনো একজন প্রতিযোগীর রেস নম্বর এবং আনুষ্ঠানিক বিব NYRR শুধু তার জন্যেই বরাদ্দ করে থাকে এবং কোন অবস্থাতেই সেটি হস্তান্তর, পুনরায় তৈরি, নকল, বা পরিবর্তন করা যাবে না। আপনি এগুলো করতে পারবেন না: 1) আপনার নম্বর বা ট্যাগ অন্য কাউকে দেয়া বা বিক্রি করা; 2) অন্য কোনো ব্যক্তির নম্বর বা ট্যাগ নেয়া বা কিনে নেয়া; 3) যেকোনো উদ্দেশ্যে আপনার নম্বর বা বিব পরিবর্তন, কপি বা অন্য কোনো ভাবে পুনরায় তৈরি করা (বা অন্য কাউকে তা করতে দেয়া); এবং/অথবা 4) অনানুষ্ঠানিক রেস নম্বর বা বিব নিয়ে অংশগ্রহণ করা (যেমন, এমন কোনো নম্বর বা বিব যা NYRR আপনাকে বরাদ্দ করেনি)। এসব কোনো কিছু করার চেষ্টা করাও নিষিদ্ধ এবং কাউকে এসব নিয়ম-কানুন লঙ্ঘন করতে দেখা গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, এতে অন্যান্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা এবং NYRR-এর পরবর্তী ইভেন্টগুলো থেকে সাময়িকভাবে বহিষ্কার করা৷
শুরু
শুরুর কোরাল: নিজেদের সর্বোত্তম গতিবেগের ভিত্তিতে প্রতিযোগীদেরকে বরাদ্দকৃত শুরুর কোরালে পৌঁছানোর, এবং কোরাল বন্ধের সময়ের আগে নির্দিষ্ট করা কোরালের প্রবেশ পয়েন্টে প্রবেশ করা প্রতিযোগীদের দায়িত্ব। দৌড়বিদরা স্বল্পগতির কোনো কোরালে পিছিয়ে আসতে পারলেও বেশি গতির কোরালে এগিয়ে যেতে পারবেন না। কোনো প্রতিযোগী সীমানা ডিঙ্গিয়ে বা অন্য কোনো অসদুপায়ে প্রতিযোগিতায় প্রবেশ করলে তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে। প্রতিযোগীদের নিরাপত্তার খাতিরে, প্রবেশের জন্য কোনো কোরাল বন্ধ হয়ে যাওয়ার পরে যেসব প্রতিযোগী আসবেন, তাদেরকে অবশ্যই সর্বশেষ কোরালে যেতে হবে। নিরাপত্তার কারণে NYRR যেকোনো প্রতিযোগীকে দেরি করে শুরু করা থেকে বিরত রাখার অধিকার সংরক্ষণ করে। কোরালে প্রবেশের সময় অনুগ্রহ করে ইভেন্ট কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করুন। যদি কোনো প্রতিযোগীকে কোরালে মূত্র বা মল ত্যাগ করতে দেখা যায়, তাহলে তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে এবং/অথবা NYRR-এর ইভেন্টগুলো থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হতে পারে।
দৌড় প্রতিযোগিতার শুরু: অন্য কিছু সম্পর্কে জানানো না হলে এয়ার হর্ন বাজিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করা হবে। দৌড় প্রতিযোগিতার শুরুতে সব প্রতিযোগীকে অবশ্যই প্রতিযোগিতা শুরুর লাইনের পেছনে থাকতে হবে এবং দৌড় প্রতিযোগিতা সূচনাকারীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। যদি কোনো দৌড় প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে শুরু করার ফিচার থাকে, তাহলে নির্দিষ্ট সময় পর পর কোরাল ছাড়া হবে, যেখানে প্রথম শুরুর হর্নের সাথে কোরাল A ছাড়া হবে, এবং পরবর্তী প্রতিটি কোরাল ছাড়ার সময় একবার করে হর্ন বাজানো হবে।
সময়সূচি
আনুষ্ঠানিক সময়: আপনি যখন শুরুর লাইন অতিক্রম করবেন সে সময় থেকে সমাপ্তির লাইন অতিক্রম করার সময় পর্যন্ত সময়রক্ষণ ব্যবস্থার মাধ্যমে আপনার আনুষ্ঠানিক (নেট) দৌড়ের সময় রেকর্ড করা হবে। এই সময় থেকেই সমাপ্তকারীদের ক্রম এবং বয়সভিত্তিক দলের পুরস্কার বিজয়ীদেরকে নির্ধারণ করা হয়ে থাকে - কেবলমাত্র শীর্ষ পুরস্কারগুলো বাদে, যেগুলো গান টাইমের (শুরুর হর্ন বাজানোর পর থেকে দৌড়বিদরা সমাপ্তিরেখা পেরিয়ে যাবার মধ্যকার সময়) মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। সর্বশেষ কোরাল থেকে দৌড় শুরু হয়ে যাওয়ার পরে শুরুর টাইমিং ম্যাটগুলো সরিয়ে নেয়া হবে, যদি না মাঠের আকারের কারণে শুরু করার সুযোগ দীর্ঘ সময় খোলা রাখার প্রয়োজন হয়। শুরু করার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার পর, নেট সময় পরিমাপ করা হবে না এবং শুরুর হর্ন বাজানোর সময় থেকে সময় গণনা করা হবে। যদি কোন প্রতিযোগী টাইমিং ম্যাট সরিয়ে নেয়ার পরে দৌড় শুরু করেন, তাহলে তার শুরু করার সময় যোগ করা হবে না।
কোর্স
কোর্স চিহ্নিতকরণ: NYRR-এর ইভেন্টসমূহ(শিশুদের দৌড় প্রতিযোগিতা বাদে) USATF-এর প্রত্যায়িত কোর্সগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগীদেরকে সবসময় অবশ্যই কোর্সের সীমানার মধ্যে থাকতে হবে। দৌড়ের কোর্সকে সাধারণত বেড়া, ট্রাফিক কোণ, লাইন, এবং/অথবা অন্যান্য চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। প্রতিযোগীদেরকে কোর্স, দিকনির্দেশনা, ও সুবিধাসমূহের সাথে সম্পর্কিত ইভেন্টের নিশানা ও প্রতীকগুলো অবশ্যই চিনতে ও বুঝতে হবে, এবং কোর্স মার্শাল ও ইভেন্টের কর্মকর্তাদের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। তা করতে ব্যর্থ হলে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে।
কোর্স সম্পন্ন করা: যদি আপনি পুরো কোর্স সম্পূর্ণ না করেন, তাহলে আপনি অযোগ্য (ডিসকোয়ালিফাইড) ঘোষিত হবেন। আনুষ্ঠানিক সময়রক্ষণ চেকপয়েন্টগুলোতে যেসব প্রতিযোগীর স্প্লিট টাইম পাওয়া যাবে না অথবা অনিয়মিত পাওয়া যাবে তাদেরকে পর্যালোচনা করা হবে এবং তাদেরকে অযোগ্য ঘোষণা করা হতে পারে। যদি আপনাকে কোর্সের বাইরে যেতেই হয়, তাহলে আপনি যে জায়গা দিয়ে কোর্সের বাইরে গিয়েছেন শুধুমাত্র সেই জায়গা দিয়েই প্রতিযোগিতায় ফিরে আসবেন। একবার কোর্সের বাইরে যাওয়ার পরে কোনো প্রতিযোগীকে স্থান অর্জনের জন্য বা অন্য কোন প্রতিযোগীকে সাহায্য বা সহযোগিতা করার জন্য প্রতিযোগিতায় ফিরে আসার অনুমতি দেয়া হবে না।
সহায়তা: অনানুষ্ঠানিক পেসার বা অন্য কোনো অনিবন্ধিত প্রতিযোগীকে কোর্সে প্রবেশের বা কাউকে সহায়তা করার অনুমতি দেয়া হবে না। প্রতিযোগিতা চলাকালে কোন প্রতিযোগী প্রতিযোগিতার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা বাদে অন্য কারো কাছ থেকে সহায়তা নিলে তাকে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হতে পারে।
সময়সীমা: নিরাপত্তার কারণে, এবং সড়ক ও পার্কের ড্রাইভগুলো সময়ানুযায়ী খুলে দেয়ার জন্য, রেসের জন্য নির্দিষ্ট পেইজে বন্ধের যে সময় উল্লেখ করা থাকবে, শুধু সেই সময় পর্যন্ত রেসকোর্স খোলা থাকবে। যেসব প্রতিযোগী বন্ধের সময়ের আগে কোর্স সম্পন্ন করতে পারবেন না তাদের এবিষয়ে জেনে রাখা উচিত যে, ফ্লুইড স্টেশনসহ রেসের অন্যান্য সুবিধাসমূহ তারা নাও পেতে পারেন। নিউ ইয়র্কের সড়কগুলোতে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতার প্রতিযোগীদেরকে ইভেন্ট কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী রাস্তার পাশে সরে যেতে বা তাদেরকে সরিয়ে নেয়ার জন্যে থাকা বাসে উঠতে বলা হতে পারে। প্রতিযোগীদেরকে সরিয়ে নেয়ার জন্যে আনা বাসে উঠা প্রতিযোগীরা সমাপ্তিরেখা পার হতে পারবেন না।
সমাপ্তি
দেরিতে শুরু করা প্রতিযোগীদের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে সমাপ্তিকারীদের মত সময় পরিমাপ ও সংরক্ষণ করা নাও হতে পারে; তবে দৌড় প্রতিযোগিতার জন্য ক্রেডিট পাওয়ার অনুরোধ জানাতে তারা আমাদের দৌড় প্রতিযোগিতার স্কোর সংরক্ষণকারী দলের সাথে যোগাযোগ করতে পারেন।
নিষিদ্ধ বস্তুসমূহ
NYRR-এর সব ইভেন্ট ও দৌড় প্রতিযোগিতার ভেন্যুতে নিচের বস্তুসমূহ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ:
• আগ্নেয়াস্ত্র, ছুরি, গদা প্রভৃতিসহ যেকোনো ধরনের অস্ত্র।
• হাতুড়ি, করাত, ধারালো বস্তু, ছাতা, ধাতব দণ্ড, লাঠি প্রভৃতিসহ যে কোনো ধরনের বিপজ্জনক বা বিপজ্জনক হিসেবে ব্যবহৃত “একাধিক-ব্যবহারে সক্ষম” বস্তু।
• দাহ্য তরল পদার্থ, অ্যারোসল, জ্বালানী, আতশবাজি, বিষাক্ত রাসায়নিক পদার্থ, ও বিস্ফোরক
• বড় প্যাকেজ, কুলার, তাঁবু, ও হেলান দেয়ার সামগ্রী
• লেপ, স্লিপিং ব্যাগ, এবং বড় আকারের কম্বল বা গলাবন্ধনী
• অ্যালকোহলযুক্ত পানীয় এবং যে কোনো ধরনের নিষিদ্ধ পদার্থ
• মনুষ্যবিহীন উড়তে সক্ষম এমন বস্তু, ড্রোন, সার্ভে বেলুন, ছবি তোলার মিনি-কপ্টার, এবং চালু/বন্ধ করার সুইচ আছে এমন যে কোনো উড়তে সক্ষম বস্তু
• অস্বচ্ছ ময়লা ফেলার ব্যাগ এবং যেকোনো অস্বচ্ছ প্লাস্টিক ব্যাগ (ময়লা ফেলার স্বচ্ছ ব্যাগ অনুমোদিত৷)
• পশু/পোষা প্রাণী (প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তাকারী প্রাণী বাদে)
• ফোল্ডিং চেয়ার, ক্যাম্প চেয়ার, এবং যেকোনো ধরনের টেবিল
• কাঁচের পাত্র
• এক লিটারের চেয়ে বেশি পানীয় রাখা যায় এমন কন্টেইনার
• রাসায়নিক দ্রব্য, বা জৈব এজেন্টসমূহ যেগুলো বিষাক্ত বলে বিবেচনা করা হতে পারে
• স্ট্রলার বা পুশ চেয়ার
• ব্যাকপ্যাক, স্যুটকেস, রোলার ব্যাগ, অথবা NYRR-এর দেয়া স্বচ্ছ চেক ব্যাগ ছাড়া এই ধরনের অন্য যেকোনো ব্যাগ
• Camelbaks® এবং অন্য যে কোনো ধরনের পানি বহনকারী পিঠে ঝুলানো ব্যাগ (ফুয়েল বেল্ট ও হাতে বহনকারী পানির বোতল অনুমোদিত৷)
• ওয়েট ভেস্ট ও একাধিক পকেট রয়েছে এমন যেকোনো ভেস্ট, বিশেষকরে যেগুলোতে পানি সংরক্ষণ করা যেতে পারে
• মুখ ঢাকা পড়ে বা শরীরের বাইরে বেরিয়ে থাকা যেকোনো জবরজং পোশাক (শরীরের সাথে মিশে থাকা পোশাক পরা যাবে) ।
• পতাকা-দণ্ড, খেলাধুলার সামগ্রী, সামরিক ও অগ্নিনির্বাপক সরঞ্জাম, এবং 11”x17” আকারের চেয়ে বড় সাইনসহ যেকোনো সরঞ্জাম
• সেলফি স্টিক এবং সরাসরি মাথায় বা শরীরের উপরের অংশের সাথে লাগানো থাকে না এমন ধরনের ক্যামেরা বসানোর সরঞ্জাম বা রিগ
প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ
প্রতিযোগিতার কোনো নিয়ম ভঙ্গ করা হলে তা NYRR-এর নিয়মাবলি সংক্রান্ত কমিটিকে জানানো হবে, যারা নিয়ম ভঙ্গের ব্যাপারটি পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট সকল তথ্য ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন।
উক্ত প্রতিযোগীকে NYRR-এর নিয়মাবলি সংক্রান্ত কমিটির পক্ষ থেকে সিদ্ধান্তটি লিখিতভাবে জানানো হবে। কেন NYRR-এর গৃহীত সিদ্ধান্ত ব্যতীত অন্য কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত ছিলো, সে বিষয়ে যেকোনো ধরনের তথ্য প্রাথমিক লিখিত নোটিশ প্রদানের সাত দিনের মধ্যে অবশ্যই জানাতে হবে।
শাস্তি
কেবলমাত্র দিক নির্দেশনা প্রদান করাই নিচে বর্ণিত শাস্তিসমূহের লক্ষ্য। নিয়মাবলি সংক্রান্ত কমিটি অপরাধের পুনরাবৃত্তিসহ সব ধরনের প্রমাণ ও পরিস্থিতি বিবেচনা করার এবং নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রযোজ্য ক্ষেত্রে শাস্তি প্রদানের অধিকার সংরক্ষণ করে।
আনুষ্ঠানিক সময়-এর সব চেকপয়েন্ট পার হতে ব্যর্থ হওয়া/কোর্সের কিছু অংশ বাদ রেখে এগিয়ে যাওয়া: এসব ক্ষেত্রে আনুষ্ঠানিক ফলাফল থেকে অযোগ্য ঘোষণা করা, সর্বোচ্চ এক বছরের জন্যে NYRR-এর সব ইভেন্ট থেকে, অথবা পরের বছরের ইভেন্ট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হতে পারে।
রেস নম্বর বা বিব হস্তান্তর করা: যদি কোনো প্রতিযোগী NYRR-এর কোনো ইভেন্টের রেস নম্বর বা বিব নকল, কপি, পরিবর্তন, হস্তান্তর, ক্রয় বা বিক্রয় করেন (বা উপরে উল্লিখিত কর্মকাণ্ডের কোনোটি করার চেষ্টা করেন), তার জন্য বরাদ্দকৃত রেস নম্বর বা বিব অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করার অনুমতি দেন, অথবা অন্য কাউকে দেয়া NYRR-এর রেস নম্বর বা বিব পরেন বলে জানা যায়, তাকে সর্বোচ্চ এক বছরের জন্যে NYRR-এর সব ইভেন্ট থেকে, অথবা পরের বছরের ইভেন্ট থেকে অযোগ্য ঘোষণা বা সাময়িকভাবে বহিষ্কার করা হতে পারে।
অননুমোদিত সহায়তা: অসদুপায়ে সহায়তা গ্রহণকারী সকল নিবন্ধিত প্রতিযোগীকে প্রতিযোগিতায় অযোগ্য বলে ঘোষণা করা হতে পারে। ইভেন্টের কোনো অংশে অনিবন্ধিত কোনো দৌড়বিদকে নিজের সাথে দৌড়াতে দেয়া নিবন্ধিত প্রতিযোগীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
অখেলোয়াড়সুলভ আচরণ: কোনো ব্যক্তি NYRR RUNCENTER সহ NYRR-এর কোনো ইভেন্টের শুরুতে, ইভেন্ট চলাকালীন সময়ে বা ইভেন্ট শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করলে, তাকে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য NYRR-এর ইভেন্টসমূহে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা বা সাময়িকভাবে বহিষ্কার করা হতে পারে।
ইভেন্ট কর্মকর্তাদের নির্দেশনা: কোনো নিবন্ধিত প্রতিযোগী ইভেন্ট কর্মকর্তার নির্দেশনা মেনে চলতে অস্বীকার করলে তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে।
জনসম্মুখে মূত্র/মলত্যাগ করা: কোনো নিবন্ধিত প্রতিযোগী জনসম্মুখে মূত্রত্যাগ এবং/অথবা মলত্যাগ করলে তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
অন্যান্য লঙ্ঘন: উপরে আলোচিত নিয়ম-কানুন লঙ্ঘনের পাশাপাশি, নিয়মাবলি সম্পর্কিত কমিটি প্রতিযোগিতার এই সকল নিয়মাবলির পাশাপাশি এখানে বর্ণনা করা হয়নি এমন ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রেও প্রাসঙ্গিক সকল তথ্য ও পরিস্থিতি বিবেচনা-সাপেক্ষে শাস্তির বিষয়টি বিবেচনা করতে পারেন।
কোনো প্রতিযোগিতায় অযোগ্য (ডিসকোয়ালিফাইড) ঘোষিত প্রতিযোগীদেরকে দৌড় প্রতিযোগিতার ফলাফল থেকে অপসারণ করা হবে এবং তাদেরকে ভবিষ্যতে NYRR-এর ইভেন্টসমূহে অংশগ্রহণের সুযোগ দেয়া নাও হতে পারে। NYRR যেকোনো ব্যক্তিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দেয়ার এবং NYRR-এর যেকোনো ইভেন্ট থেকে অযোগ্য ঘোষণা করার বা বহিষ্কার করার অধিকার সংরক্ষণ করে৷ উপরে উল্লিখিত নিয়মাবলি লঙ্ঘনের পাশাপাশি অন্যান্য বিষয়ের উপরে ভিত্তি করে প্রত্যাখ্যান/অযোগ্য হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হতে পারে।
প্রতিবন্ধী ক্রীড়াবিদ (Athletes with Disabilities, “AWD”) অংশগ্রহণকারীদের জন্য বাড়তি নিয়মাবলি
হ্যান্ডসাইকেল ব্যবহারকারী অংশগ্রহণকারীদের জন্য নিরাপত্তা সংক্রান্ত বাড়তি নিয়মাবলি:
হ্যান্ডসাইকেল ব্যবহারকারী যেকোনো প্রতিযোগী হ্যান্ডসাইকেলে থাকা অবস্থায় সব সময় হেলমেট পরে থাকা আবশ্যক।
হ্যান্ডসাইকেল ব্যবহারকারী যেকোনো প্রতিযোগী ইভেন্টের কোর্সে থাকা অবস্থায় তার হ্যান্ডসাইকেলে ব্র্যাকেটের মাধ্যমে 5'–6' নমনীয় দণ্ড/লাঠিতে সংযুক্ত কমলা রঙের দৃষ্টিগ্রাহ্য পতাকা থাকতে হবে।
হ্যান্ডসাইকেল ব্যবহারকারী যেকোনো অংশগ্রহণকারীকে অবশ্যই সবসময় পেসিং ভেহিকেল থেকে কমপক্ষে 25 মিটার পিছনে থাকতে হবে।
মোটর বা প্যাডেলযুক্ত হ্যান্ডসাইকেল অনুমোদিত নয়। অংশগ্রহণকারীরা পায়ে চালিত রিকাম্বেন্ট বাইক, ট্রাইসাইকেল, বা বাইসাইকেলসহ কোনো বাড়তি গিয়ার-, ক্র্যাঙ্ক-, বা চেইন-চালিত সাইক্লিং সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না।
পুশরিম হুইলচেয়ার ব্যবহারকারী অংশগ্রহণকারীদের জন্য বাড়তি তথ্য:
পুশরিম হুইলচেয়ার ব্যবহারকারী যেকোনো অংশগ্রহণকারীকে রেসিং হুইলচেয়ারে থাকার সময় অবশ্যই সবসময় হেলমেট পরে থাকতে হবে।